দেশজুড়ে

কুড়িগ্রামের ৩ পৌরসভায় আতঙ্কে ধানের শীষের প্রার্থীরা

পৌরসভা নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৩টি পৌরসভায় বিএনপির প্রার্থীরা আতঙ্কে রয়েছেন। সরকার দলীয় প্রার্থীদের পক্ষ থেকে ভয়-ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, এলাকাছাড়ার হুমমি দেয়ায় এ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট কেন্দ্র দখল করে নেয়ার প্রকাশ্য ঘোষণাও দিচ্ছে তারা। কুড়িগ্রাম পৌরসভার বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র নুর ইসলাম নুরু অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থীর পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এক ভোট পেলেও তারাই মেয়র হবে বলে ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে গুজব উঠেছে তারা ৪/৫টি কেন্দ্র দখল করে ভোটের ফলাফল নিজের পক্ষে নিবে। উলিপুর পৌরসভার বিএনপির প্রার্থী তারিক আবুল আলা জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ২২ ডিসেম্বরের পর বিএনপির কোনো নেতাকর্মীকে উলিপুরে থাকতে দেয়া হবে না। শনিবার এর অংশ হিসেবে মিথ্যা মামলায় ৯ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। ফলে কর্মী সমর্থকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নাগেশ্বরী পৌরসভার বিএনপির প্রার্থী আদম আলী অভিযোগ করেন, জাতীয় পার্টির বর্তমান মেয়র আব্দুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা ভয়ভীতি দেখাচ্ছে। ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। এ কারণে শঙ্কিত ভোট সুষ্ঠু হবে কীনা? সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী বিএনপির অভিযোগ ভীত্তিহীন দাবি করে বলেন, কুড়িগ্রাম জেলায় আধুনিকতার যে ছোঁয়া লেগেছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই। বিএনপি ৩ বার ক্ষমতায় থাকাকালীন এই জেলাকে মঙ্গার কলঙ্ক এটে দিয়েছিল। মানুষ এখন বুঝতে পারে তাই নৌকা প্রতিকে স্বত:ষ্ফুর্তভাবে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে আরো বেগবান করবে। ভোট বানচাল করতে বিএনপির  কেন্দ্রীয় নেতারা যে মিথ্যা-বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে সেখানে জেলার নেতৃবৃন্দরাও একই সুরে কথা বলছে।নাজমুল/এমএএস/আরআইপি

Advertisement