কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের শপথ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের শপথ কক্ষে তার শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
Advertisement
বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের যুগ্মসচিব তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি। কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান।
তবে তার দুই প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং আরেকজনের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে ডা. প্রাণ গোপাল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
Advertisement
এর আগে গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দেন চারজন। ১৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী ছালেহ ছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এছাড়া গত ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. প্রাণ গোপাল দত্ত।
এইচএস/এএএইচ/এএসএম
Advertisement