ক্যাম্পাস

রুয়েট শিক্ষার্থী সোহাগ ১১দিনেও উদ্ধার হয়নি

অপহরণের ১১দিন পারও উদ্ধার হয়নি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাইফুজ্জামান সোহাগ। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ।রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ মো. সাইফুজ্জামান সোহাগ এখন পর্যন্ত উদ্ধার না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক একই সঙ্গে উদ্বেগের। তিনি অতি দ্রুত সোহাগকে উদ্ধার করে পরিবারের সদস্যদের নিকট ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর নিকট অনুরোধ জানিয়েছেন।প্রসঙ্গত, গত ৯ নভেম্বর রাত ৩টার দিকে সোহাগকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তার নগরীর রাজপাড়ার তেরোখাদিয়ার বাসা থেকে ৮০ হাজার টাকার ক্যামেরা, ল্যাপটপ ও স্ত্রীর গয়নাসহ তুলে নিয়ে যায়। মো. সাইফুজ্জামান সোহাগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।ঘটনার পর দিন সোহাগের বাবা আক্কাসউজ্জামান রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ১৩ ডিসেম্বর তিনি একই থানায় একটি অপহরণ মামালা করেন। রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

Advertisement