খেলাধুলা

বিশ্বকাপের আগে পাকিস্তানে আরও এক ধাক্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একের পর এক নেতিবাচক ঘটনাই ঘটছে পাকিস্তান ক্রিকেটে। দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। বন্ধ হয়ে গেছে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ।

Advertisement

আর এবার নতুন ধাক্কা হিসেবে এলো ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানের পদত্যাগের খবর। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন ওয়াসিম খান। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না পিসিবি।

তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আজ সংক্ষিপ্ত বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ নিশ্চিত করছে, ওয়াসিম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মূলত রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকে ক্ষমতা কমতে শুরু করেছে প্রধান নির্বাহীর। এ কারণে ওয়াসিম খান নিজেই দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন।

Advertisement

আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিলো বোর্ডের সঙ্গে ওয়াসিম খানের বর্তমান দায়িত্বকালের মেয়াদ। কিন্তু গত কয়েক মাসের নানান ঘটনাবলীতে নিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখছিলেন তিনি। তাই আর দায়িত্বে থাকা ঠিক মনে করেননি ওয়াসিম।

এসএএস/জেআইএম