আইন-আদালত

খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার উন্নতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, ফৌজদারি আইন বিশেষজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হওয়াই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বাসায় ফেরেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারই জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. (এম) মাসুদ রানা।

তিনি বলেন, বর্তমানে স্যারের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তবে তিনি সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। আর এই সময়ের মধ্যে লোকজনের সঙ্গে দেখা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, তিনি এখন করোনা নেগেটিভ, সুস্থ আছেন। গত ১৬ আগস্ট স্যার করোনা পরীক্ষা করান। পজিটিভ রেজাল্ট আসলে ওইদিন সন্ধ্যায়ই ইভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।

Advertisement

এরপর থেকে তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। পরে অবস্থা খারাপ হলে তাকে ভ্যান্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। হাসপাতালে টানা ৪২ দিন চিকিৎসা শেষে আজ তিনি বাসায় ফেরেন।

এফএইচ/এমআরএম