বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন ৫টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এ ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। পিএসসি সূত্র জানায়, চট্টগ্রাম, টাংগাইল,পাবনা নোয়াখালী ও বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক ( কম্পিউটার), প্রভাষক (ফ্যাশন অ্যান্ড ডিজাইন), ফোরম্যান, প্রভাষক (নন-কারিগরি, ইংরেজি) এবং প্রভাষক (নন- কারিগরি-গনিত) এ ৫টি প্রথম শ্রেণির ক্যাডার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।প্রভাষক ( কম্পিউটার), প্রভাষক (ফ্যাশন অ্যান্ড ডিজাইন), ফোরম্যান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রভাষক (নন-কারিগরি, ইংরেজি) এবং প্রভাষক (নন- কারিগরি-গনিত) পদের মৌখিক পরীক্ষা ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে একই স্থানে। বিস্তারিত তথ্য পিসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এনএম/এসকেডি/আরআইপি
Advertisement