ধর্ম

সর্বোৎকৃষ্ট মানুষের ৫টি বৈশিষ্ট্য

দোষে গুণেই মানুষ। সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষই ইসলামের ফিতরাতে জন্ম গ্রহণ করে। যার ফলশ্রুতিতে মানুষের ভালো গুণই প্রকাশ হওয়ার কথা। তারপরও মানুষের মাঝে খারাপ গুণ প্রকাশ পায়। মানুষ ভালো গুণের অধিকারী হবে। ভালো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে এটাই ঈমানের দাবি। তাম্বিহুল গাফিলিনে এসেছে, যার মধ্যে পাঁচটি গুণের সমাবেশ থাকে- সে সর্বোৎকৃষ্ট মানুষ।এখানে তা তুলে ধরা হলো-ক. যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদাতকারী হয়।খ. সমগ্র সৃষ্টির মঙ্গলকামী ও কল্যাণকামী হয়।গ. মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে।ঘ. অন্যের ধন-সম্পদের প্রতি লোভ থাকে না।ঙ. সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে।তাইতো হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তিনটি গুণকে ভালোবাসি-ক. দারিদ্র্যতা, যাতে আল্লাহর দরবারে বিনয়ী হওয়া যায়।খ. অসুস্থতা, উহার দ্বারা গোনাহ মাফ হয়ে থাকে।গ. মৃত্যু জন্য প্রস্তুত থাকা, তাতে আল্লাহর দিদার লাভ হবে।সুতরাং আল্লাহ তাআলা সকল মানুষকে উপরোক্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর অধিকারী হওয়ার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement