দেশজুড়ে

জন্মনিবন্ধন সংশোধনের পর সেই নোটিশ প্রত্যাহার করলেন ইউএনও

নোয়াখালীর কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তারের দেওয়া জন্ম নিবন্ধন সংশোধন স্থগিতের সেই নোটিশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইউএনও হাসিনা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আমার অনলাইনে জন্মনিবন্ধন সংশোধনের পর আমি নোটিশটি প্রত্যাহার করে নিয়েছি। আমার জন্ম নিবন্ধনে জন্মসাল ভুল ছিলো। এটা নিয়ে কোথায় যাবো তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।

এর আগে, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ইউএনওর কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবাপ্রার্থীরা দরজায় টানানো ওই নোটিশ দেখতে পান। এতে লেখা ছিলো, উপজেলা নির্বাহী অফিসারের নিজ জন্ম নিবন্ধনে সমস্যা থাকার কারণে জন্ম নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। উক্ত সমস্যা সমাধান হলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে। আদেশক্রমে-কর্তৃপক্ষ।

Advertisement

এ নিয়ে জাগোনিউজ২৪.কম-এ ‘নিজের জন্ম নিবন্ধনে ভুল থাকায় অফিসের সেবা বন্ধ রাখলেন ইউএনও’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এদিকে গণমাধ্যমে খবরটি প্রচার হলে সবজায়গায় তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে ইউএনও হাসিনা আক্তার বলেন, আপনাদের ভাইরাল নিউজের কারণে আমার জন্ম নিবন্ধন সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেছে। যা এক মাসেও সম্ভব ছিল না।

এজন্য সাংবাদিকদের ধন্যবাদও জানান ইউএনও।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

Advertisement