মা ও খালা জোর করেই বিয়ে দিতে চান ১৬ বছরের এক স্কুলছাত্রীকে। তাদের বারবার বুঝিয়েও বিয়ে বন্ধ করতে পারেনি ১০ম শ্রেণির ওই ছাত্রী। অবশেষে বিয়ে বন্ধ করতে নিজেই থানায় হাজির হয় সে।
Advertisement
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে বিয়ে বন্ধের বিষয়ে অনুরোধ জানায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ওই স্কুলছাত্রীর অভিযোগ, তার মা ও খালা তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু পড়াশুনা শেষ না করে এবং সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবে না সে।
ওসি আরও বলেন, সম্প্রতি একই এলাকায় পুলিশ একটি বাল্যবিয়ে ভেঙে দেওয়ায় উৎসাহিত হয়ে এ ছাত্রী থানায় আসে। পরে আমরা ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার মা-বাবাকে বুঝিয়ে তার পড়াশোনা সচল রাখার ব্যবস্থা করি। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হন।
Advertisement
সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস