ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।
Advertisement
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়ার ফ্লোরেন্স রন্ডি (৭৫) ও টাঙ্গাইল সদরের আয়েশা খাতুন (৬৫)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দার আহমেদ অলি (৬৫) ও নেত্রকোনা সদরের মঞ্জুরা (৫০)।
মহিউদ্দিন খান মুন বলেন, আইসিউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৪ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।
Advertisement
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ২৮০টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জেআইএম