জাতীয়

দেশে টিকা নিয়েছেন ৪ কোটি ১৩ লাখের বেশি

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জন ও দ্বিতীয় ডোজ ১ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৮৬৬ জন।

Advertisement

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন আরও ৪ লাখ ৮৯ নজর ৬৫৪ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ২ হাজার ২৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪০৬ জন।

Advertisement

প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ১৩৯ জন ও নারী ১ লাখ ৪৬ হাজার ১০৯ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৯৭ হাজার ৯৫৭ জন এবং নারী ৮৯ হাজার ৪৪৯ জন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৫১ জন ও পাসপোর্টের মাধ্যমে ৬ লাখ ২৬ হাজার ৪৫২ জন নিবন্ধন করেন।

এমইউ/এমআরএম

Advertisement