জাতীয়

করোনায় মৃতদের অধিকাংশই ডায়াবেটিস-উচ্চ রক্তচাপের রোগী

করোনায় মৃতদের মধ্যে অধিকাংশই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। যা ৬৯ শতাংশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে এমনটি জানা যায়।

Advertisement

অধিদপ্তরের মতে, দেশে গত এক সপ্তাহে (ইপিডেমিওলজিক্যাল ৩৮তম সপ্তাহ ২০-২৬ সেপ্টেম্বর) করোনায় ১৮৯ জন রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৯৩ জন এবং নারী ৯৬ জন। মৃত নারীদের মধ্যে চারজন গর্ভবতী।

অপরদিকে এর আগের সপ্তাহে (ইপিডেমিওলজিক্যাল ৩৭তম সপ্তাহ, ১৩-১৯ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা ছিল ২৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি সপ্তাহে মোট মৃত ১৮৯ জনের মধ্যে ১১০ জন করোনার পাশাপাশি অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।

Advertisement

এছাড়া এর আগের সপ্তাহে মারা যাওয়া ২৯৪ জনের মধ্যে ১৫২ জন ছিলেন জটিল রোগে আক্রান্ত।

পরিসংখ্যানে দেখা গেছে, ৩৮তম সপ্তাহে করোনায় মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ডায়াবেটিস রোগী ছিলেন, যা ৬৯ দশমিক ১ শতাংশ। এর মধ্যে আবার উচ্চ রক্তচাপে ভুগছিলেন ৬৯ দশমিক ১ শতাংশ। এছাড়া বক্ষব্যাধি, হৃদরোগ, কিডনি, লিভার এবং নিউরোলজিক্যাল রোগীও ছিলেন।

অপরদিকে ৩৭তম সপ্তাহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৬৪ দশমিক ৫ এবং ৬৩ দশমিক ৮ শতাংশ।

এমইউ/জেডএইচ/এএসএম

Advertisement