চাকরির মেয়াদ শেষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) অবসরে যাচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
Advertisement
মঙ্গলবার থেকে তাকে অবসর দিয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার নূরুল ইসলামের বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৩ (১) (ক) অনুযায়ী একজন সরকারি কর্মচারী ৫৯ বছর পূর্তিতে অবসরে যাবেন।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে নূরুল ইসলামকে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। ওই সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ) হিসেবে দায়িত্বপালন করছিলেন।
নূরুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
Advertisement
আরএমএম/এআরএ/এএসএম