দেশজুড়ে

ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ড।

Advertisement

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে ভাসানচর থেকে পালিয়ে গভীর জঙ্গলে অবস্থান করে বেশ কয়েকজন নারী-পুরুষ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে এপিবিএন ও কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।

পুলিশ সুপার আরও বলেন, ভাসানচর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব-দক্ষিণ এলাকার জঙ্গল থেকে তাদের আটক করে সোমবার বিকেলে ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম