জাতীয়

করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ১২ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।

Advertisement

বিভাগীয় পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ৩ জন, সিলেটে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন। এ সময়ে দেশের তিনটি বিভাগ রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২০ জন ও বেসরকারি হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

Advertisement

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

আজকের দিন (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট মারা যাওয়া ২৭ হাজার ৪৩৯ জনের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় ১১ হাজার ৯৫৬ জন, চট্টগ্রামে ৫ হাজার ৫৫৮ জন, রাজশাহীতে ২ হাজার ২১ জন, খুলনায় ৩ হাজার ৫৫১ জন, বরিশালে ৯৩০ জন, সিলেটে ১ হাজার ২৪৭ জন, রংপুরে ১ হাজার ৩৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮২৭ জন মারা গেছেন।

এমইউ/এমকেআর/এমএস

Advertisement