দেশজুড়ে

শরীয়তপুরে মাদক-স্মার্টফোনকে শিক্ষার্থীদের লাল কার্ড

শরীয়তপুরে বাল্যবিয়ে, মাদক, ধর্ষণ ও স্মার্টফোনকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষায় উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে শপথ নিয়েছেন তারা।

Advertisement

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর শহরের পালং উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। গাছের চারা হাতে নিয়ে শিক্ষার্থীদের শপথ পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।

পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ইউএনও মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হালিম শেখ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কার্যকরী সদস্য নাঈম নকিব ও শাহেদ হোসেন।

Advertisement

মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ের অভিশাপে অগণিত ছেলেমেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যায়। এর সবচেয়ে বড় শিকার মেয়েরা। কেননা প্রসবকালীন মাতৃমৃত্যুর সবচেয়ে বড় কারণ বাল্যবিবাহ। অন্যদিকে, পরিবার থেকে সমাজ তথা রাষ্ট্রব্যবস্থার শান্তি-শৃঙ্খলাকে তছনছ করে দেয় মাদক। কোনো পরিবারে একজন মাদকাসক্ত থাকলে পুরো পরিবারের ওপর ধস নেমে আসে।

তারা আরও বলেন, ধর্ষণ একজন কিশোরী, তরুণী অথবা একজন নারীর জন্য যে কতটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে, তা মেয়েদের আত্মহত্যার খবর দেখে উপলব্ধি করা যায়। স্কুলগামী শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনও মারাত্মক ক্ষতির কারণ।

ইউএনও মনদীপ ঘরাই বলেন, সাদা চোখে লাল কার্ড দেখানোর খবরটি জাতীয় জীবনের ক্ষেত্রে খুবই ছোট মনে হতে পারে। তবে ছোট এ খবরটির মধ্যে বিশাল এক আশাজাগানিয়া বার্তা রয়েছে। সেই বার্তা উপলব্ধির সময় এসেছে। উপলব্ধির মাধ্যমে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

মো. ছগির হোসেন/এসআর/এএসএম

Advertisement