রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব ওয়ার্ডে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে আবারও করোনার গণটিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচিতে শুধুমাত্র নতুনদের টিকা দেওয়া হবে।
Advertisement
সোমবার (২৭ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাসিকের ৩০ ওয়ার্ডে একযোগে কর্মসূচি পালিত হবে। এ ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনকৃত ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে শুধুমাত্র প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, প্রত্যেক ওয়ার্ডে এক হাজারেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনিয়ে রাসিক স্বাস্থ্য বিভাগ ও মেয়রের পক্ষ থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
Advertisement
ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম