দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে মারা যান দুজন।

Advertisement

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৯ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১১৪ জন। রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭০ জনের নমুনা পরীক্ষায় সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ।

Advertisement

ফয়সাল আহমেদ/এফআরএম/এমএম