সাতক্ষীরার দেবহাটায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি পার্থ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, ‘মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার সন্ধ্যার দিকে ভারতে পালানোর প্রস্তুতিকালে কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘আসামিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
Advertisement
এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত ছাত্রীর বাবা শান্তি দাস বাদী হয়ে ডায়াগনস্টিক কর্মচারী পার্থ মণ্ডলকে আসামি করে দেবহাটা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ১১/২১।
এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত পার্থ মণ্ডলকে গ্রেফতারে দেবহাটাসহ সাতক্ষীরা শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআই-এর একাধিক টিম।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই স্কুলছাত্রী। রাতে বাড়ি ফেরেনি সে। পরদিন ২৪ সেপ্টেম্বর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির সবজি ক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহের পাশেই পড়ে থাকা ভুক্তভোগীর বই-খাতা, জুতা ও একটি মোবাইল আলামত হিসেবে জব্দ করা হয়। ওই মোবাইলে দেখা গেছে, নিখোঁজের আগমুহূর্তে আসামি পার্থ মণ্ডল ভুক্তভোগী স্কুলছাত্রীকে এসএমএস করে পরিত্যক্ত ওই বাড়িতে দেখা করতে বলেছিল।
Advertisement
আহসানুর রহমান রাজীব/এএএইচ