মেঘালয়ের কোল ঘেসা সীমান্তবর্তী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনের ফলে পরিবেশের উপর প্রভাব বিষয়ক আলোচনা ও সচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মেষকুড়া গ্রামে এ আলোজনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. শরীফ ইকবাল, শহীদ মুক্তিযুদ্ধা কলেজের প্রভাষক মো. রেজাউল করিম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী। আলোচনা অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনের ফলে পরিবেশের উপর প্রভাব ছাড়াও পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন রোধে স্থানীয় জনগণের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপি ও জীবনের আলো বহুমূখী সমবায় সমিতির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. লুৎফর রহমান।আরএস/আরআইপি
Advertisement