ঠাণ্ডা মাথার প্রখর বুদ্ধিসম্পন্ন ক্রিকেটার হিসেবে পরিচিতি রয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন ‘ক্যাপ্টেন কুল’ নামেও। সেই ক্যাপ্টেন কুল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে থাকবেন মেন্টর হিসেবে।
Advertisement
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ধোনিকে মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া ভারতের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত। কেননা সর্বকালের সেরা অধিনায়কের ব্রেইনটা যেকোনো দলের ডাগআউটেই অবশ্য প্রয়োজনীয় বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে ভন বলেছেন, ‘আপনাদের আছে সর্বকালের সেরা টি-টোয়েন্টি অধিনায়ক (ধোনি) এবং তাকে বিশ্বকাপের জন্য ভারতের মেন্টর করার পর একটা তোলপাড় হয়ে যায়। কেনো এই দায়িত্বে ভারতীয় দলের তাকে প্রয়োজন?’
নিজের করা প্রশ্নের উত্তরটা দিয়ে ভন আরও বলেন, ‘ভারতের টি-টোয়েন্টি দলের সবসময়ের সেরা সিদ্ধান্ত এটি (ধোনিকে মেন্টর করা)। ডাগআউটে আপনার এমন ব্রেইন অবশ্যই প্রয়োজন। এসব বিষয়ে ধোনির সহজাত গুণাবলী রয়েছে।’
Advertisement
এসময় শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের দুর্দান্ত জয় নিয়েও কথা বলেছেন ভন। তার মতে এখন ধোনির সংস্পর্শে এসে স্মার্ট ক্রিকেট খেলছে চেন্নাই এবং প্রায় সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে যথাযথ পরিকল্পনাও রয়েছে তাদের।
ভন বলেছেন, ‘আপনারা যদি চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপের দিকে তাকান, তারা পিচ এবং প্রতিপক্ষ বোলারের ওপর নির্ভর করে লাইনআপ বদলে ফেলে। ধোনি বুঝতে পেরেছিলো যে ম্যাক্সওয়েল আবার বোলিং করবে, তাই তারা একজন ডানহাতি নামিয়ে দেয়। এটাই স্মার্ট ক্রিকেট।’
এসএএস/এএসএম
Advertisement