ভোলা সদরের মেঘনা নদীতে জেলেদের জালে এবার ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে মাছটি ৩২০০ টাকায় বিক্রি করা হয়।
Advertisement
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মেঘনা নদীতে মো. করিম মাঝির জালে ধরা পড়ে ইলিশটি। পরে সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে ইলিশ মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
তুলাতুলি মৎস্য ঘাটের মো. কামাল ব্যাপারীর আড়তের ম্যানেজার মো. নাছিম জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দিকে ইলিশটি নানু চেয়ারম্যানের আড়তে নিয়ে এসে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এসময় তার সহযোগী মো. আল আমিন ৩২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে আগের ইলিশ মাছের সাথে ওই মাছটি বরিশাল আড়তে পাঠানো হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে অনেক বড় বড় ইলিশ নদীতে ডিম ছাড়তে আসছে। যার কারণে জেলেদের জালে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/ এফআরএম/এএসএম