টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাশে পানির ছড়া নামক খালে একটি মৃত হাতি পাওয়া গেছে।
Advertisement
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন সদস্য মৃত হাতিটি দেখতে পান। পরে খবর পেয়ে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল ঘটনাস্থলে গিয়ে বন বিভাগকে খবর দেয়।
জানা যায়, শালবাগান এলাকার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের তাঁরকাটার বেষ্টনীর বাইরে প্রায় ৫০০ গজ পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি মৃত বন্য হাতি দেখা যায়। ক্যাম্প এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে হাতিটি দেখতে ভিড় জমান উৎসুক রোহিঙ্গা জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে যান এপিবিএন শালবাগান ক্যাম্পের কর্মকর্তারা।
১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, ধারণা করা হচ্ছে বন্য হাতিটি ৩/৪ দিন আগে পাহাড় চূড়া থেকে পড়ে মারা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে জানানো হয়েছে।
Advertisement
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) টেকনাফের ঝিরিখাল থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করা হয়। এফআরএম/এএসএম