দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।

Advertisement

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা (৭০), দুর্গাপুরের প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল (১৫) এবং টাঙ্গাইলের গোপালপুরের হাসমত আলি (৬০)। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫) নামে একজন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

Advertisement

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/এমএস