ফিচার

জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার। ১০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা১৩৯৬- দানিউব নদীর তীরে নিকোপোলিসের যুদ্ধ সংঘটিত হয়।১৪৯৩- ক্রিস্টোফার কলোম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।১৫২৪- ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।১৬৩৯- আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।১৮৯৭- প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।১৯৭৪- জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।২০০৩- জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প।

জন্ম১৮৯৭- নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনার।১৯২৫- বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী।১৯৩৯- ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফিরোজ খান।১৯৫০- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও গায়ক জাফর ইকবাল।১৯৬৫- বাংলাদেশি ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু।১৯৬৬- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল।১৯৬৯- দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হ্যান্সি ক্রনিয়ে।১৯৮৭- ইংরেজ ক্রিকেটার অ্যাডাম লিথ।

Advertisement

মৃত্যু১৯৬২- চট্টগ্রামের দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।১৯৬৯- বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মধু বসু (সুকুমার বসু)।১৯৭০- জার্মান লেখক এরিখ মারিয়া রেমার্ক।১৯৯০- পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন।২০০১- বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক সমর দাস।২০০৩- ফিলিস্তিনের লেখক ও চিন্তাবিদ অ্যাডওয়ার্ড সাইদ।২০২০- ভারতীয় সংগীতশিল্পী, সংগীতপরিচালক ও অভিনেতা এস পি বালসুব্রহ্মণ্যম।

দিবসওআইসি প্রতিষ্ঠা দিবস।বিশ্ব ফার্মাসিস্ট দিবস।

এসইউ/এমএস

Advertisement