ক্যাম্পাস

চবির সিনেট অধিবেশন শনিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিনেটের ৩৩তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

Advertisement

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপিত হবে। এছাড়া বছরব্যাপী চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

এর আগে, গত ২৭ জুন উপাচার্যের সম্মেলন কক্ষে চবি সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির ৫৭তম যৌথসভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।

রোকনুজ্জামান/আরএইচ/এএসএম