নেপালের কাঠমান্ডুতে এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন মার্জিয়া। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু নেপালই ছিল না, ছিল সেখানকার ঠাণ্ডাও। তবে সেই ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে নামে সানজিদা-কৃষ্ণারা। ৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটের পুরোটাই ছিল বাংলাদেশের মেয়েদের দাপট। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৬ মিনিটে মার্জিয়ার গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা।প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু কৃষ্ণা রানি সরকার নেপালি গোলরক্ষককে একা পেয়েও তা থেকে গোল করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে বাংলাদেশের ফরোয়ার্ডের ব্যর্থতায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সানজিদা-কৃষ্ণারা। এমআর/এমএস
Advertisement