দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। ফলে টানা তিনদিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
Advertisement
এর আগে প্রায় সাড়ে ছয় মাস পর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ৫ শতাংশের নিচে নেমে আসে করোনা রোগী শনাক্ত। তখন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। এরপর বুধবার (২২ সেপ্টেম্বর) শনাক্তের হার হয় ৪ দশমিক ৭৯ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।
Advertisement
একই সময়ে সরকারি-বেসরকারি ৮১৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৮৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৪ হাজার ৮২০টি নমুনা।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রুবেদ আমিন করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, বর্তমানে করোনা সংক্রমণ ক্রমেই কমছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ ও নারী ১৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন এবং বেসরকারি হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এমইউ/জেডএইচ/জিকেএস
Advertisement