শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
Advertisement
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ১ অক্টোবর বঙ্গবন্ধু হলের বর্তমান প্রভোস্ট পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
মোহাম্মদ সামিউল ইসলাম জাগো নিউজকে জানান, এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পদে নিয়োগ দেওয়ায় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেই সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান।
Advertisement
সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০১০ সালের শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে ২০০৬ সালে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক ও ২০০৮ সালে লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ সামিউল ইসলাম। পরবর্তীতে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০০৭ সালে ভাইস চ্যান্সেলর বুক প্রাইজ পান তিনি। এছাড়া টানা দুই মেয়াদে শাবিপ্রবির সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন মোহাম্মদ সামিউল ইসলাম।
মোয়াজ্জেম আফরান/ এফআরএম/জিকেএস