রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
Advertisement
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত ব্যক্তির বাড়ি নওগাঁ জেলায়। মৃতের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯০ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১১৩ জন।
Advertisement
রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৮১টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।
ফয়সাল আহমেদ/ এফআরএম/এএসএম