দেশজুড়ে

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় এসআই গ্রেফতার

ফেনীতে আলোচিত স্বর্ণ ডাকাতি মামলায় এবার ফিরোজ আলম নামে এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই ফিরোজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক শাহ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আলোচিত এ মামলায় এসআই ফিরোজ আলম ছাড়াও এ মামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, নুরুল হক, মিজানুর রহমান, এএসআই অভিজিত বড়ুয়া, মাসুদ রানা এবং ছমদুল করিম ভুট্টু নামের এক ব্যক্তি কারাগারে রয়েছেন।

৮ আগস্ট বিকেলে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার সময় ফেনীর ফতেহপুর এলাকায় গাড়ি থামিয়ে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেয় ডিবি পুলিশ। ১০ আগস্ট ডিবির ওসি সাইফুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন ওই ব্যবসায়ী।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

Advertisement