দেশজুড়ে

জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটে শিশু অপহরণের দায়ে আনোয়ার হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে তিনলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল ছালেকের ছেলে।

মামলার সরকারি কৌঁসুলি ফিরোজা চৌধুরী মামলার বরাত দিয়ে বলেণ, শিশু সাব্বিরদের বাড়িতে ১০ বছর ধরে কাজ করতেন আনোয়ার হোসেন। ২০১০ সালের ২৮ মার্চ সাব্বির বাড়িতে খেলা করছিলো। এসময় আনোয়ার হোসেন তাকে চেতনানাশক খাইয়ে ঘরের মধ্যে রেখে দেন। একপর্যায়ে অপহরণ করে তিনলাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। পরে শিশুর স্বজনরা পুলিশকে খবর দিলে আনোয়ার হোসেনকে আটক করে সাব্বিরকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর চাচা বাদী হয়ে মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন।

Advertisement

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম