বিএনপির আন্দোলনে মানুষ আসে না। মানুষের হাতে টাকা আছে, কাজ আছে, চাকরি আছে। এসব কারণে মানুষ বিএনপির ডাকে মাঠে আসে না। মানুষের আয় বেড়েছে, বিএনপির অযৌক্তিক ডাকে আর সাড়া দেবে না।
Advertisement
বুধবার (২২ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন: কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর’ শীর্ষক এক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বাকশাল সমর্থন করি। নিন্দুকেরা এটা নিয়ে অনেক কথা বলে। বাকশাল কৃষকের কল্যাণেই হয়েছিল।
কৃষিখাতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষকের উন্নয়নের ভিত বঙ্গবন্ধুর হাত ধরেই। ফার্মগেটের বিএআরসির জায়গায় এক সময় হোটেল হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর কারণেই বিএআরসি ভাঙা সম্ভব হয়নি। কৃষকের ক্ষেত্রে বঙ্গবন্ধু সব সময় দরদী ছিলেন।
Advertisement
এম এ মান্নান বলেন, দেশে যৌক্তিক বিরোধী দল নেই। মানুষের আয় বেড়েছে। বিএনপির অযৌক্তিক ডাকে আর সাড়া দেবে না।
এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ চতুর্থ, ইলিশ উৎপাদনে প্রথম, সবজি উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে ষষ্ঠ, আম ও পেয়ারা উৎপাদনে অষ্টম। পাট রপ্তানিতে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। ছাগলের দুধ উৎপাদনে দ্বিতীয় এবং মিঠাপানির মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে।
এসএম/এমএইচআর/এএসএম
Advertisement