রাজনীতি

নিরপেক্ষতা হারিয়েছে ইসি : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আজ পর্যন্ত কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে বিএনপির প্রার্থীদের নানাভাবে প্রভাব বিস্তার করছে। এতে সাধারণ ভোটাররা ভোটদান থেকে বঞ্ছিত হচ্ছেন। আর সরকার ও তাদের অধীনস্থ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, সারা দেশের পৌরসভা নির্বাচন সুষ্ঠতা নিয়ে বিএনপি সন্দিহান। তাছাড়া নির্বাচন কমিশনও নিরোপেক্ষভাবে কাজ করতে পারছে না। সরকারের এমপি, মন্ত্রীরা বিভিন্ন পৌরসভায় প্রভাব বিস্তার করছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে সব পৌরসভাতেই বিএনপি প্রার্থী জয়ী হবেন। বিএনপির হাতকে শক্তিশালী করতে সোনারগাঁও পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার বিকল্প নেই বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement