এখনও যে হারিয়ে যাননি সেটা ঘরোয়া ক্রিকেটে বার বারেই প্রমান দিচ্ছিলেন যুবরাজ সিং; কিন্ত তবুও কেন যেন নির্বাচকরা বরাবরই উপেক্ষা করে যাচ্ছিল ২০১১ বিশ্বকাপ বিজয়ী এই কারকাকে। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকে মুখ ফিরে চাইল ভারতীয় নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের দলে ফেরানো হয়েছে যুবরাজকে। সঙ্গে ডাক পেয়েছেন বিস্মৃতির অন্তরালে চলে যাওয়া আশিস নেহরাও।২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলেছিলেন যুবরাজ। এরপর জাতীয় দলে কোন ফরম্যাটেই আর ডাক পাননি তিনি। ২০১৩ সালের ডিসেম্বরে সর্বশেষ খেলেছিলেন ওয়ানডে এবং তারও আগে, ২০১২ সালের ডিসেম্বরে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। এরপর থেকেই ভারতীয় দলে ভ্রাত্য হয়ে গেলেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। যুবরাজ তো যাই হোক, ২০১৪ সালে হলেও টি-টোয়েন্টি খেলেছেন; কিন্তু আশিস নেহরা তো ২০১১ সালের পর থেকেই জাতীয় দলের ক্রিকেট থেকে বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাদেরকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নির্বাচকরা। যুবরাজ, নেহরার সঙ্গে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামিও। বিশ্বকাপের পর থেকেই ইনজুরিতে ছিলেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ফেরানো হয়েছে রবিন্দ্র জাদেজাকে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সুরেশ রায়না। নতুন করে দলে ডাক দেয়া হয়েছে ২৩ বছর বয়সী পেসার ব্রেইন্ডার সরন। ভারতের ওয়ানডে দল: এমএস ধোনি (অধিনায়ক), রবিচন্দ্র অশ্বিন, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, মানিষ পান্ডে, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেষ যাদব, গুরকিরাত সিং, রিশি ধাওয়ান, ব্রেইন্ডার সরন।টি-টোয়েন্টি দল: এএমএস ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, হরভজন সিং, উমেষ যাদব, হার্দিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা।আইএইচএস/আরআইপি
Advertisement