বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। শনিবার বিকেলে সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর বাসভবনে গিয়ে পৌঁছেন তিনি। এ সময় আরিফুল হক চৌধুরীর মা আমিনা খাতুন এবং সহধর্মিণী সামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন ইনাম আহমদ চৌধুরী। আলাপকালে ইনাম আহমদ চৌধুরী বলেন, কারান্তরীণ আরিফুল হক চৌধুরী শিগগিরই মুক্ত হবেন। যে মামলায় তাকে আটক করে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, সে ঘটনার সঙ্গে তার নূন্যতম সম্পৃক্ততা নেই।ইনাম আহমদ চৌধুরী এই দুঃসময়ে আরিফুল হক চৌধুরীর পরিবারের সকল সদস্যকে ধৈর্য্য ও সাহস রাখার পরামর্শ দিয়ে বলেন, সকল দুঃসময়ের অবসান আসন্ন। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন নির্দোষ আরিফুল হক চৌধুরী আবারো জনগণের মাঝে ফিরবেন এবং জনকল্যাণে নিয়োজিত হবেন।এ সময় আরিফুল হক চৌধুরীর মা আমিনা খাতুন প্রশ্ন করেন, তার একমাত্র সন্তানকে মায়ের কাছ থেকে, জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রেখে কার কি লাভ হচ্ছে? আবারো ছেলে তার বুকে ফিরে আসবে-এই আশায় দিন গুণছেন জানিয়ে আমেনা খাতুন বলেন, আরিফকে কারাগারে নিয়ে যাওয়ার এক বছর হয়ে গেছে। দিনের পর দিন তার ছেলের শরীরের অবনতি হচ্ছে। শারীরিকভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত ছেলের আশুমুক্তির জন্য সিলেটবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চান তিনি।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি
Advertisement