খেলাধুলা

টি-টোয়েন্টিতে গেইলের ৬০০ ছক্কার রেকর্ড

ছক্কা মারা যেন তার বাঁ-হাতের খেল। ঘুমিয়ে ঘুমিয়েও যেন একের পর এক ছক্কা হাঁকিয়ে যেতে পারেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তো, ছক্কা মারতে মারতে গেইল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন, সেটাকে দেখতে গিয়ে হয়তো এখন এভারেস্টও মাথা নুয়ে ফেলবে। এমনিতেই গেইল মানে ব্যাটিংয়ে রেকর্ডের পর রেকর্ডের মালিক। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০টি ছক্কা মারার বিরল গৌরব অর্জণ করে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে গেইল খেলতে নেমেছিলেন মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে। এদিনই ব্রিসবেন হিটের বোলারদের মাত্র ২বার বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছিলেন গেইল। তাতেই নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গেলেন ক্যারিবীয় সাইক্লোন। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে ৬০০তম ছক্কা হাঁকালেন তিনি। জাতীয় দল আর ক্লাব মিলিয়ে এত্ত, এত্তগুলো ছক্কার মার মারলেন গেইল। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারিও হাঁকিয়েছেন ৬০০’র বেশি। মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দুটি বাউন্ডারিও মারেন তিনি। এ নিয়ে মোট ৬৫৩টি বাউন্ডারি হাঁকালেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। তবে, বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রে এখনও শীর্ষে উঠতে পারেননি গেইল। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্টার ব্র্যাড হজ সর্বোচ্চ ৬৬৪টি বাউন্ডারির মার মারেন। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম মেরেছেন ৬০৫টি। তবে ছক্কার ক্ষেত্রে আসনটা একেবারেই নিরঙ্কুশ গেইলের জন্য। এখানে তার ধারে-কাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৮টি ছক্কা হাঁকিয়েছেন তারই স্বদেশী কিয়েরণ পোলার্ড। ২৯০টি ছক্কা মেরেছেন ব্রেন্ডন ম্যাককালাম।৩৬ বছর বয়সী গেইলের টি-টোয়েন্টিতে নানা রেকর্ড* টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম (কম বলে) সেঞ্চুরির রেকর্ড গড়েন গেইল। ২০১৩ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সাহারা পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।* ওই ম্যাচেই ১৭৫ রানে অপরাজিত ছিলেন গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটে ওটাই এখনও পর্যন্ত ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। মাত্র ৬৬ বলে ওই রান করেছিলেন তিনি। যাতে ছিল ১৩টি বাউন্ডারি এবং ১৭টি ছক্কার মার।* টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহকও গেইল। ৪৪.২৪ গড়ে এখনও পর্যন্ত তিনি রান করেছেন ৮৩৬৩টি। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ রয়েছেন তার পেছনে। রান সংগ্রহ করেছেন ৬৭১৭।* টি-টোয়েন্টি ক্রিকেটে এই জ্যামাইকান সবচেয়ে বেশি সেঞ্চুরি ১৬টি, এবং সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির (৫৩টি) মালিক।আইএইচএস/আরআইপি

Advertisement