খেলাধুলা

পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে আমির

জাতীয় দলের দরজা যে তার জন্য খুলে যাচ্ছে, সেটা জানা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়ই। চিটাগাং ভাইকিংসের হয়ে দুর্দান্ত বোলিং করার পুরস্কার হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান এবং কোচ ওয়াকার ইউনুস জানিয়েছিলেন, জাতীয় দলে এবার তাকে সুযোগ দেয়া উচিৎ। এরপর পাকিস্তান কিংবদন্তী ওয়াসিম আকরামও মন্তব্য করেছিলেন, ‘আমিরের অন্তর্ভূক্তি পাকিস্তান দলের শক্তি বাড়িয়ে দেবে নিঃসন্দেহে।’এবার সত্যি সত্যি জাতীয় দলে ফেরার রাস্তাটা পেয়ে গেলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আমির। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজের জন্য ঘোষিত পাকিস্তানের ২৬ সদস্যের প্রাথমিক দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বাঁ হাতি এই পেসার।আগেরদিনই জানা গিয়েছিল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেতে পারেন ২৩ বছর বয়সী এই পেসার। জাতীয় দলে ফেরার পথে যাতে নতুন করে কোন আইনি ঝামেলায় না পড়েন, সে জন্য নিজের আইনজীবীর সঙ্গে দেখা করে পরামর্শ চেয়েছেন তিনি। পাকিস্তান জাতীয় দলের নির্বাচকরাই তাকে ইঙ্গিত দিয়ে রেখেছিল, দলে ফেরানোর বিষয়ে। সে হিসেবেই প্রস্তুতি নিয়ে রাখছিলেন আমির।সুতরাং, ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আমিরের ডাক পাওয়ার বিষয়টি খুব একটা বিস্ময় সৃষ্টি করেনি। কারণ, বিষয়টা অনুমিতই ছিল। লাহোরে ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পটিই মূলতঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল গঠনে মূল ভূমিকা পালণ করবে বলে ধারনা করা হচ্ছে।  ২০১০ সালে লন্ডনগেট কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আমিরসহ তিনজন। বাকি দু’জন মোহাম্মদ আসিফ এবং সালমান বাট। সেপ্টেম্বরের ২ তারিখ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় এই তিন পাকিস্তানির। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই, গত জানুয়ারিতে মাঠে ফেরার সুযোগ পেয়েছিলেন আমির। পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে খেলার পর অবশেষে বাংলাদেশে সদ্য সমাপ্ত বিপিএলেও খেলে গেলেন তিনি।তবে পাকিস্তান জাতীয় দলে আমিরের অন্তর্ভূক্তি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে শঙ্কা করা হচ্ছে। কারণ, তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন না বলে বিপিএলে চিটাগাং ভাইকিংসকে ‘না’ করে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। প্রকাশ্যে তার বিপক্ষে অবস্থান নিয়েছেন হাফিজ, আফ্রিদি, মিসবাহসহ অনেকেই। এ পরিস্থিতিতে তাকে ফেরানো হলে শৃঙ্খলা থাকে কি না পাকিস্তান দলে সেটাই দেখার বিষয়। যদিও পিসিবি থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল, তারা এ বিষয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন। তাদের বোঝাবেন এবং মতামত নিয়েই আমিরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।পাকিস্তানের ২৬ জনের এই দল থেকে বাদ দেয়া হয়েছে সোহেল তানভির এবং হারিস সোহেলকে। অফ ফর্মের কারণে সুযোগ পেলেন না সোহেল তানভির। আর হারিস সোহেল রয়েছেন ইনজুরিতে। ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান রাফাতউল্লাহ মোহাম্মদ এবং পেসার ইমরান খানকেও বাদ দেয়া হয়েছে এই স্কোয়াড থেকে। দীর্ঘদিন পর ফিরেছেন পেসার উমর গুল। প্রথম শ্রেনীর ক্রিকেটে হাবিব ব্যাংকের হয়ে দারুন পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। দলে নেয়া হয়েছে তরুন পেসার রুমান রইসকে। এখনও অভিষেক হয়নি এই পেসারের।২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডআহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শারজিল খান, আজহার আলি, শোয়েব মালিক, বাবর আজম, ইফতিখার আজমেদ, উমর আকমল, আসাদ শফিক, শহিদ আফ্রিদি, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, বিলাল আসিফ, শোয়েব মাকসুদ, আমির ইয়ামিন, ওয়াহাব রিয়াজ, আনোয়ার আলি, মোহাম্মদ ইরফান, উমর গুল, রাহাত আলি, জুনায়েদ খান, রুমান রইস, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, সা’দ নাসি, এবং মোহাম্মদ আমির।আইএইচএস/পিআর

Advertisement