বিনোদন

না ফেরার দেশে খেয়ালী

না ফেরার দেশে পাড়ি জমালেন চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১০`র যুগ্মভাবে দ্বিতীয় রানারআপ খেয়ালী কর্মকার। তার পারিবার জানায়, ১৭ তারিখ শেষরাতের দিকে মালিবাগের নিজেদের বাসায় অসুস্থ হয়ে পড়ে খেয়ালী। অবস্থা খারাপ হতে থাকলে ভোরেই তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।একই দিন সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পরদিন সকালে  চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল থেকে জানানো হয়, নবীন এ কণ্ঠশিল্পী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।অকাল প্রয়াত এ গায়িকা ২০১০ সালে `সেরা কণ্ঠ` প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। চার বছর বয়স থেকে গানের দীক্ষা নিয়েছেন তিনি তার বাবা ওস্তাদ গৌরাঙ্গ কর্মকারের কাছে।চ্যানেল আই সূত্র জানায়, ১৭ তারিখ সন্ধ্যায় খেয়ালীর সৎকার করা হয়েছে।এনই/আরআইপি

Advertisement