জাতীয়

এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৫ এর কোর্স সমাপনী অনুষ্ঠান শনিবার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৫-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতির নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভূক্ত থাকায় প্রধানমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেন । ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদী তার স্বাগত ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য কোর্সে অংশগ্রহণকারী সকল দেশি ও বিদেশি কোর্স মেম্বার ও কোর্সের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন । এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌ বাহিনীর ৫ জন কমোডর এবং বাংলাদেশ বিমান বাহিনীর ১ জন এয়ার কমডোর ও ৩ জন গ্রুপ ক্যাপ্টেন, সিভিল সার্ভিসের ১ জন অতিরিক্ত সচিব ও  ৯ জন যুগ্ম সচিব, বাংলাদেশ পুলিশের ২ জন ডিআইজি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন ডিজিসহ বাংলাদেশের সর্বমোট ৫১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৫ এ অংশগ্রহণ করেন। এছাড়াও এই কোর্সে অংশগ্রহণ করেন চীন বিমানবাহিনীর ১ জন গ্রুপ ক্যাপ্টেন, মিশর, মায়ানমার ও ওমান সেনাবাহিনীর ১ জন করে কর্নেল, ভারতীয় সেনাবাহিনীর ১ জন ব্রিগেডিয়ার ও বিমান বাহিনীর ১ জন এয়ার কমডোর, মালয়েশিয়া বিমান বাহিনীর ১ জন গ্রুপ ক্যাপ্টেন, নাইজেরিয়া সেনাবাহিনীর ২ জন কর্নেল, নৌবাহিনীর ৬ জন ক্যাপ্টেন, বিমান বাহিনীর ১ জন গ্রুপ ক্যাপ্টেন, দক্ষিণ সুদানের ১ জন ব্রিগেডিয়ার জেনারেল, শ্রীলংকা সেনাবাহিনীর ২ জন ব্রিগেডিয়ার ও নৌবাহিনীর ১ জন কমডোর, সৌদি আরব রাজকীয় সেনাবাহিনীর ২ জন কর্নেল ও নৌবাহিনীর ১ জন ক্যাপ্টেন, তানজানিয়া সেনাবাহিনীর ১ জন কর্নেল ও যুক্তরাজ্য সেনাবাহিনীর ১ জন লেঃ ক কর্নেলসহ মোট ২৫ জন বিদেশিসহ সর্বমোট ৭৬ জন প্রশিক্ষাণার্থী।আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৫ এ বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ জন লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ নৌ বাহিনীর ২ জন ক্যাপ্টেন ও ৩ জন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনীর ১ জন গ্রুপ ক্যাপ্টেন ও ৩ জন উইং কমান্ডার অংশগ্রহণ করেন।ন্যাশনাল ডিফেন্স কোর্সে এ পর্যন্ত সেনাবাহিনীর ২২০ জন, নৌবাহিনীর ৫০ জন, বিমানবাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৫০ জন এবং ২২৩ জন বিদেশি কর্মকর্তা অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সমাপ্ত করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, তিনবাহিনী প্রধানগণ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, স্বনামধন্য ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিলিটারি/ডিফেন্স অ্যাটাচেগণ উপস্থিত ছিলেন। এসএ/এসকেডি/পিআর

Advertisement