ফিচার

তিন দেশের স্বাধীনতা লাভ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার। ০৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা১৭৯২- ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।১৮৫৭- দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।১৯৬৫- গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।১৯৭১- ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।১৯৭৬- জাতিসংঘে যোগ দেয় সেশেল।১৯৮৪- ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।২০১৩- আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন নিহত ও ১৭০ জনেরও বেশি আহত হয়।

জন্ম১৮৬৬- ইংরেজ ঔপন্যাসিক এইচ জি ওয়েল্স।১৯০৯- ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমা।১৯২৬- পাকিস্তানের কণ্ঠশিল্পী নূরজাহান।১৯৪৭- মার্কিন লেখক স্টিফেন কিং।১৯৫৪- জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।১৯৫৭- অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।

Advertisement

মৃত্যু১৮৩২- স্কটল্যান্ডের ঐতিহাসিক উপন্যাস রচয়িতা ও কবি ওয়াল্টার স্কট।১৮৬০- জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।১৯৩৩- ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী অ্যানি বেসান্ট।১৯৪৪- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেন।

দিবসমাল্টার স্বাধীনতা দিবস।বেলিজের স্বাধীনতা দিবস। আর্মেনিয়ার স্বাধীনতা দিবস।আন্তর্জাতিক শান্তি দিবস।বিশ্ব আলঝেইমার্স দিবস।

এসইউ/জেআইএম

Advertisement