জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৯ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্য’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বৈষ্ণব সাহিত্য কী?উত্তর : বৈষ্ণব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্য।২. প্রশ্ন : বৈষ্ণব সাহিত্যের ধরন কী?উত্তর : কবিতা।৩. প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে কবে?উত্তর : চতুর্দশ শতকে।৪. প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ হয় কখন?উত্তর : ষোড়শ শতকে।৫. প্রশ্ন : শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য ছিল?উত্তর : আঠারো শতক।৬. প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কে?উত্তর : বিদ্যাপতি ও চণ্ডীদাস।৭. প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয় কারা?উত্তর : বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।৮. প্রশ্ন : বিদ্যাপতি ও চণ্ডীদাস কোন শতকের কবি?উত্তর : চতুর্দশ শতক।৯. প্রশ্ন : জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?উত্তর : ষোড়শ শতক।১০. প্রশ্ন : বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন?উত্তর : ব্রজবুলি ভাষায়।১১. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কয়জন?উত্তর : ২৯ জন।১২. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কারা?উত্তর : বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, যশোরাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, আলাওল, দীন চণ্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ, হরহরি সরকার, ফতেহ পরমানন্দ, ঘনশ্যাম দাস, গয়াস খান, আকবর, ফয়জুল্লাহ, আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, ফাজিল, আলীরজা, করম আলী।১৩. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য মুসলিম কবি কয়জন?উত্তর : ১২ জন।১৪. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য মুসলিম কবি কারা?উত্তর : আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুল্লাহ, আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস খান, ফাজিল, আলীরজা, করম আলী।১৫. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কী?উত্তর : রাধা-কৃষ্ণের প্রেমলীলা।১৬. প্রশ্ন : অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত?উত্তর : ব্রজবুলি ভাষায়।১৭. প্রশ্ন : শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কয়জন?উত্তর : ৫ জন।১৮. প্রশ্ন : শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কারা?উত্তর : রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরজা, কমলাকান্ত, নন্দকুমার।১৯. প্রশ্ন : বৈষ্ণব পদাবলী কোন ধরনের সাহিত্য?উত্তর : বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণির ধর্মসংগীত সংগ্রহ। ২০. প্রশ্ন : বৈষ্ণব পদাবলীর ধরন কী?উত্তর : বিরহ।এসইউ/পিআর

Advertisement