পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা। শ্রেণিকক্ষে এমন পোশাকে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে নাচছে পাঁচ ছাত্রী। তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ ছাত্রী কুমিল্লার টমসমব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা।
তবে স্কুলের শ্রেণিকক্ষে বানানো এ ভিডিও নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, কুমিল্লার আদর্শ বিদ্যাপিঠ হিসেবে ‘ইবনে তাইমিয়া’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি শিক্ষার্থীদের জন্য খারাপ বার্তা দেবে।
জানতে চাইলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি। আগামীতে তারা এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
Advertisement
জাহিদ পাটোয়ারী/এএএইচ/জেআইএম