ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের গুলিতে ১৫ জন সেনা এবং বেশকিছু সাধারণ নাগরিক মারা গেছেন। খবর: আল জাজিরা।
Advertisement
১৬ সেপ্টেম্বরের এ ঘটনা ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্ফোরক এবং অ্যান্টি ট্যাংক রকেট লঞ্চার ব্যবহার করে তারা সেনাদের একটি বহরে হামলা করে। অন্য একটি বহরে একইভাবে বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়। এর ফলে দুই হামলায় অন্তত ১৫ সেনার মৃত্যু হয়।
দেশটিতে অনেকগুলো সশস্ত্র গ্রুপ স্বাধীনতার দাবিতে লড়াই করছে। সেখানে এরই মধ্যে ৭ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। অন্তত চার হাজার বেসামরিক মানুষের প্রাণও গেছে।
Advertisement
এমএইচআর