খেলাধুলা

ইচ্ছে পূরণ হয়েছে শামীমের

ইচ্ছে পূরণ হয়েছে শামীমের

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে এবার তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। দলে তিন সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম আছেন। তাদের সঙ্গে আছেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলামের মতো টগবগে তরুণরা।

Advertisement

এই তরুণদের সঙ্গে সিনিয়রদের সম্পর্ক কেমন? অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তাদের সাথে কিভাবে মেশেন? তরুণদের কতটা সমর্থন করেন, অনুপ্রেরণা জোগান?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে টিম বাংলাদেশের অন্যতম কনিষ্ঠ সদস্য শামীম পাটোয়ারী জানালেন, অধিনায়ক হিসেবে জুনিয়রদের সবসময়ই সমর্থন দেন রিয়াদ।

শামীমের ভাষায়, ‘রিয়াদ ভাই সবসময়ই আমাদের সাপোর্ট করেন। জুনিয়র ক্রিকেটারদের স্নেহ করেন এবং অধিনায়ক হিসেবে আমাদের ফ্রি হয়ে খেলার জন্য বলেন।’

Advertisement

ছেলেবেলায় যাদের খেলা দেখেছেন, স্বপ্নের নায়ক ছিলেন যারা, তাদের সঙ্গে এখন খেলছেন একই দলে। অনুভূতিটা কেমন? শামীম পাটোয়ারী বলেন, ‘আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাকিব ভাই, রিয়াদ ভাই সঙ্গে খেলব। এখন যেহেতু ওনাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা জুনিয়রদের অনেক সাপোর্ট করেন।’

এআরবি/এমএমআর/এএসএম