দেশজুড়ে

করোনা মহামারিতে রূপ নিতে পারেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে করোনা মহামারিতে রূপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Advertisement

সোমবার (২০ সেপ্টেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছু মানুষ আছে, যারা সূর্য অস্ত যাওয়ার আগেই বলে দেয় আজকে সূর্য ওঠেনি। একইভাবে ২০২০ সালের মার্চে দেশে যখন করোনা আসল, তখন তারা বলল বাংলাদেশে দুই কোটি মানুষ করোনায় মারা যাবে। দুই কোটি মানুষ মারা গেলেই তারা খুশি। যারা বিরোধী রাজনীতি করে তারা মনে করেন দুই কোটি মানুষ মারা গেলেই শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়া যাবে। কিন্তু তা হয়নি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০ মণ ঘিও মাখে নাই, রাধাও নাচে নাই- অবস্থাটা হয়ে গেছে এমন। ওদের কল্পনা বাস্তবায়ন হয়নি। কারণ দেশরত্ম শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিচ্ছেন। দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।

Advertisement

তিনি বলেন, করোনার জন্য পৃথিবী প্রস্তুত ছিল না। বিশ্বে একদিনে হাজার হাজার মানুষ মারা গেছে। একই কবরের মধ্যে শত শত মানুষকে দাফন করতে হয়েছে। বাংলাদেশে কেউ বলতে পারবে না একজন সনাতন ধর্মের মানুষকে মাটিচাপা দেওয়া হয়েছে। এক কবরে একসঙ্গে ১০ জন মুসলমানকে দাফন করা হয়েছে। সম্পূর্ণ ধর্মীয় শিষ্টাচার মেনেই দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম