ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত সোমবার এ দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সোমবার দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় আদালত ৬ জানুয়ারি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আদেশ দেন।চলতি বছরের ৯ জুন মামলার বাদী ও নিহত মিল্কির ভাই রাশেদ হক খান মিল্কি নারাজি আবেদন জমা দেন। তবে ওই দিন মামলার মূল নথি না থাকায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া শুনানির জন্য ১৭ জুন দিন ধার্য করেন।১৭ জুন ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম নারাজি আবেদনটি আমলে নিয়ে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজিতে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা মামলাটি ভিন্নদিকে প্রভাবিত করতে মূল আসামিদের নাম অভিযোগপত্রে উল্লেখ করেননি।
Advertisement