হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। এসময় ওই স্কুলছাত্রীর মাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করেন।
তিনি জানান, সোমবার উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। খবর পেয়ে সেখানে যান তিনি। এসময় বয়স নির্ধারণের বিভিন্ন কাগজপত্র যাচাইবাছাই করে দেখা যায় মেয়ের বয়স ১৬ বছর। সঙ্গে সঙ্গে তিনি বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ দেন। বিয়ে বাড়িতে স্কুলছাত্রীর বাবাকে পাওয়া যায়নি। পরে তার মাকে বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফআরএম/এমএস
Advertisement