সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে নগরীতে ডাকা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।বিএনপি সমর্থক সংগঠন ‘আমরা সিলেটবাসী’ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের এ কর্মসূচি দেয়।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, হরতালে কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি।নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে র্যাবের টহল। সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে ভারিযান চলছে না। ছাড়েনি দূরপাল্লার বাস।তবে সব ট্রেন সময়মতো ছেড়ে গেছে বলে সিলেট রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান। গত ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সিলেট সিটি কের্পারেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নতুন ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার তৃতীয় দফা সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।‘রাজনৈতিক উদ্দেশ্যে’ সিলেটের মেয়রকে এ মামলায় জড়ানো হচ্ছে অভিযোগ করে গত শনিবার এই হরতাল ডাকে ‘আমরা সিলেটবাসী’।
Advertisement