করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে বাংলাদেশের ওপর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিলো থাইল্যান্ড। চলতি বছরের শুরুতে বাংলাদেশে করোনা রোগী বৃদ্ধি ও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার।
Advertisement
ফলে আজ (২০ সেপ্টেম্বর) থেকে সব ধরনের ভিসা আবেদন গ্রহণ করবে ঢাকার থাই অ্যাম্বাসি। রোববার দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভিসার জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে। এর সঙ্গে থাইল্যান্ড সরকারের প্রক্রিয়া অনুযায়ী ভিসা পাওয়ার জন্য যোগ্য হতে হবে। এছাড়া টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের শুরুতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান থেকে থাইল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল থাইল্যান্ড সরকার।
Advertisement
এআরএ/জেআইএম